ডুয়েটে সম্প্রতি পিএইচডি ডিগ্রী প্রাপ্ত শিক্ষকদের সঙ্গে ভিসির মতবিনিময়
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৪
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট),গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন ডুয়েটের ‘সম্প্রতি পিএইচডি ডিগ্রী প্রাপ্ত ও পোস্টডক ফেরত শিক্ষকবৃন্দ’-এর সঙ্গে এক মত বিনিময় সভায় মিলিত হন।
রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে ভিসি মহোদয়ের সভাকক্ষে প্রথমবারের মতো এ ধরনের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ডুয়েটের সম্প্রতি পিএইচডি ডিগ্রী প্রাপ্ত ও পোস্টডক ফেরত শিক্ষকবৃন্দ তাঁদের গবেষণালব্দ অভিজ্ঞতা, এর চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো তুলে ধরেন। এছাড়া তাঁরা তাঁদের বাস্তব অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের গবেষণা, প্রজেক্ট ও পাবলিকেশন, সেমিনার, আধুনিক ও উন্নত ল্যাব, শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ গবেষণা, সুপারভিশন এবং গবেষণা সংক্রান্ত স্ট্র্যাটেজিস্ ও পলিসিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মানকে বিশ্বমানে উন্নীতকরণের বিষয়ে বিশদভাবে আলোচনা করেন ।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘আমরা দেশের বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা, গবেষণা, প্রকাশনাকে বিশ্বমানে উন্নয়নের লক্ষ্যে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ডুয়েটকে একটি শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে যেতে কাজ করছি। এক্ষেত্রে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবোরেটিভ রিসার্চ, জয়েন্ট প্রজেক্ট ও পাবলিকেশন, সেমিনার, সিম্পোজিয়াম, বিদেশি বিশ্ববিদ্যালয়ের ল্যাব ব্যবহারের সুযোগ সৃষ্টি, শিক্ষার্থীদের জয়েন্ট সুপারভিশন, শর্ট ভিজিট, ফ্যাকাল্টি ও শিক্ষার্থী এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করার উদ্যোগ গ্রহণ করছি।এক্ষেত্রে চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো নিয়ে শিক্ষকবৃন্দের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে গবেষণার রোডম্যাপ প্রণয়ন করে ডুয়েটের শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছি।’
এ সময় তিনি ডুয়েটের শিক্ষার্থীদের ক্যারিয়ার, উচ্চশিক্ষা গ্রহণ, স্কলারশীপ ও গবেষণা সেক্টরে দেশ- বিদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা ও মূল্যবান মতামত কামনা করেন । তিনি সম্প্রতি পিএইচডি ডিগ্রী প্রাপ্ত ও পোস্টডক ফেরত শিক্ষকবৃন্দকে মত বিনিময় সভায় উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
আরও পড়ুন: ডুয়েটে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘ডুয়েটের গবেষণা, ফান্ডিং সাপোর্ট, স্কলারশীপ ও কোলাবোরেশন অ্যান্ড রিসার্চ স্ট্র্যাটেজিস ও এ সংক্রান্ত বিষয়গুলোর গুরুত্ব দিয়ে এবং শিক্ষক-শিক্ষার্থীদের দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করে গবেষণা বান্ধব ডুয়েট গড়ে তোলার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের মূল্যবান ভূমিকা রাখবো।
এসডি/