ডুয়েটে ‘ইউনিভার্সিটি পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি (অ্যাক্ট, রুলস্ অ্যান্ড অর্ডিনেন্স) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৪


ডুয়েটে ‘ইউনিভার্সিটি পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি (অ্যাক্ট, রুলস্ অ্যান্ড অর্ডিনেন্স) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘ইউনিভার্সিটি পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি (অ্যাক্ট, রুলস্ অ্যান্ড অর্ডিনেন্স)’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।


আরও পড়ুন: ডুয়েটে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন


রবিবার (২২ ডিসেম্বর) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালাটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রাজু আহমেদের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে টেকনিক্যাল সেশনগুলো পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মো. শওকত ওসমান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রাজু আহমেদ এবং পরিচালক (কম্পিউটার সেন্টার) ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) সেল-এর চেয়ারম্যান অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকী। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম।


কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘নতুন এই বাংলাদেশের পথচলায় আমরা দেশকে ও প্রাণের ডুয়েটকে সুন্দরভাবে গড়তে চাই। এ জন্য আমাদেরকে সুস্পষ্টভাবে বিধি-বিধান জানার ও মানার মাধ্যমে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বিশ্ববিদ্যালয়ের গুনগত মান উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে প্রত্যেক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাক্ট, রুলস্ অ্যান্ড অর্ডিনেন্স সঠিকভাবে জানতে হবে এবং সে অনুযায়ী যথাযথভাবে কার্য নির্বাহ করতে হবে।’  



তিনি আরও বলেন, ‘আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও শহিদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সকল শহিদ ও আহত ছাত্র-জনতার ত্যাগ ও অবদানের কথা বিশেষভাবে স্মরণ করছি এবং সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের পূর্ণ সুস্থতা কামনা করছি।’ তিনি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নিয়ে এই ধরনের একটি কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসি-কে ধন্যবাদ জানান ।


আরও পড়ুন: ডুয়েটে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা


বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘আমাদের এই বিশ্ববিদ্যালয়টি সঠিক, স্বচ্ছ, ও সুচারুরূপে পরিচালনা করার মাধ্যমে একজন দক্ষ কর্মকর্তা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাক্ট, রুলস্ অ্যান্ড অর্ডিনেন্স জানা অত্যন্ত আবশ্যক। আমি আশা করি, এই ধরনের কর্মশালা আয়োজনের মাধ্যমে আমরা সমৃদ্ধ হবো এবং সে অনুযায়ী কাজ করে ডুয়েট ও দেশকে এগিয়ে নিয়ে যাবো।’


উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও অফিসের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।



এসডি/