মিয়ানমার থেকে আনা ২০ টি স্বর্ণের বারসহ যুবক আটক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:০৮ পূর্বাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৩


মিয়ানমার থেকে আনা ২০ টি স্বর্ণের বারসহ যুবক আটক
মো. ইয়াছ নূর

মিয়ানমার থেকে চোরাইপথে আনা ৩ কেজি ৩২০ গ্রাম ওজনের ২০ টি স্বর্ণের বার সহ মো. ইয়াছ নূর (২২) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। এই সময় ৫ কেজি কারেন্ট জালও জব্দ করা হয়।


বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোরে কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন, বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।


আটক মো. ইয়াছ নূর (২২) শাহপরীরদ্বীপের উত্তর পাড়ার মো. জাকারিয়ার ছেলে। অভিযানের সময় আরও ২ জন পালিয়ে গেছে বলে জানিয়েছেন বিজিবি।


বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নাফ নদীতে দিয়ে আসা ব্যক্তিকে তল্লাশী করে তার কোমরে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় নেটের জাল ও টেপ দিয়ে মোড়ানো ২টি স্বর্ণের বারের বেল্ট এবং কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে উক্ত বেল্টগুলো খুলে ২০টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৩ কেজ ৩২০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ২ কোটি ৫৮ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা। এব্যাপারে আটক ও ২ জনকে পলাতক আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করে আটককে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম জানিয়েছেন, মামলাটি লিপিবদ্ধ করে আটক যুবককে আদালতে পাঠানো হয়েছে।