অনশনরত প্রেমিকাকে বাড়িতে দেখে পালালো প্রেমিক
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৩:১১ এএম, ১৩ই জানুয়ারী ২০২৩

বিয়ের দাবিতে সিরাজগঞ্জের তাড়াশে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে টানা অনশন করছেন এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ইউপি সদস্য ইব্রাহিম হোসেন মৃধা ।
এর আগে গত মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে ওই শিক্ষার্থী অনশন শুরু করেন।
অভিযুক্ত ব্যক্তি হলেন উপজেলার ৪নং মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের আতাহার আলীর ছেলে নাজমুল হক।
ইউপি সদস্য ইব্রাহিম হোসেন জানান, ছেলে-মেয়ে একই গ্রামের। স্কুলছাত্রী বিয়ের দাবিতে ছেলের বাড়িতে আসার সঙ্গে সঙ্গে নাজমুল পালিয়েছে। তিনি মোবাইলে জানিয়েছে দুদিন আগেই সে নাকি অন্য একটি মেয়েকে বিয়ে করেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, প্রায় তিন বছর হলো নাজমুল তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েছেন। সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অসংখ্যবার শারীরিক সম্পর্কও করেছে। এ কারণে তাকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই।
অভিযুক্ত নাজমুলের বাবা আতাহার আলী বলেন, আমার ছেলে বিয়ে করেছেন। নাজমুল কারও সঙ্গে প্রেম করেনি। প্রেম করলে তাকেই বিয়ে করত। এই মেয়েটি কেন আমার বাড়িতে এসেছে জানা নেই।
তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, এই খবরটি জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

জয়পুরহাটে ২৯০ জন পল্লী বিদ্যুৎ কর্মী অনুপস্থিত, জেলায় অচলাবস্থা

বগুড়ার শেরপুরে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ
