মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৩ এএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫


মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
ছবি: প্রতিনিধি

নওগাঁর মান্দায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল শামীম (১৮) নামের এক প্রতিবন্ধী যুবকের। 


শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুসুম্বা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শামীম ওই গ্রামের তোফাজ্জলের ছেলে জন্মগতভাবে সে প্রতিবন্ধী ছিল। 


পারিবারিক সূত্রে জানা যায়, দুপর ২টার দিকে কৃষকের কাটা ধান ভ্যানে করে আনার জন্য গ্রামের কয়েকজন উদ্দার বিলের দিকে যাচ্ছিলেন। এ সময় শামীমও ভ্যানের পেছনে পেছনে হাঁটছিল। হঠাৎ বিলের পাশের জঙ্গলে থাকা ভিমরুলের ঝাঁক শামীমের শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয় যন্ত্রণায় ছটফট করতে থাকে শামীম।


স্থানীয়রা দ্রুত খবর পেয়ে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া শুরু করে। চিকিৎসারত অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।


ছেলে হারা মৃত্যু শামীমের মা- শাহিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে ভ্যানের পেছনে হেঁটে যাচ্ছিল। হঠাৎ ভিমরুল এসে আক্রমণ কর। লোকজন হাসপাতালে নেয়ার পরও যন্ত্রণায় কাঁপছিল। ডাক্তার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আমার ছেলেকে বাঁচাতে পারলেন না।


এ বিষয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মো: জয়নাল আবেদিন বলেন, শামীমকে হাসপাতালে ভর্তি করার পর আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু ভিমরুলের একাধিক হুলের কারণে তার অবস্থা গুরুতর হয়ে পড়ে। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।


এসএ/