মাংসের ভেতর বিদেশী পিস্তলসহ ১ যুবক গ্রেফতার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:১১ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫


মাংসের ভেতর বিদেশী পিস্তলসহ ১ যুবক গ্রেফতার
ছবি: প্রতিনিধি।

একটি সাদা প্লাস্টিকের বাজার করা ব্যাগ ভেতরে আটা,রসুন ও সরিষার তেলের বোতল সাথে রাখা একটি সাদা পলিথিন আর তার মধ্যে ফ্রিজআপ করা মাংস। দেখে বোঝার উপায় নেই তার ভেতরেই রক্ষিত পলিথিন ও কসটেপ দিয়ে মোড়ানো ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং দুটি ম্যাগজিনে থাকা ৪ রাউন্ড করে মোট ৮ রাউন্ড তাজা গুলি।


রাজশাহীর বাঘায় দু’টি বিদেশী পিস্তল , চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি-সহ এক যুবককে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবক নয়ন হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ডিগ্রীর চর বাংলাবাজার গ্রামে মামুন মন্ডলের ছেলে। 


সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার উপজেলার চকছাতারী এলাকার পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। 


বাঘা থানা পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সকাল ১১ টায় রাজশাহী-ঈশ্বরদী মহাসড়কের চকছাতারী এলাকায় বিভিন্ন গাড়ী তল্লাশীর জন্য পুলিশের চেকপোষ্ট বসানো হয়। ঘটনার এক পর্যায় সকাল সাড়ে ১১ টার সময় একটি ব্যাগ-সহ ভ্যান যোগে ঐ রাস্তা দিয়ে পাশ্ববর্তী চারঘাট যাচ্ছিল নয়ন হোসেন (১৬) নামে এক যুবক। এ সময় পুলিশ সন্দেহ বসত তার ব্যাগ তল্লালী করলে ফ্রিজে জমানো মাছের ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানা অবস্থায় দুটি বিদেশী পিস্তাল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তখন ঐ যুবক দৌড়দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে হাতে-নাতে আটক করে থানায় নিয়ে আসেন। 


বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ. ম. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হবে। আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে  মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আদালতে প্রেরণ করা হবে ।


এসডি/