বগুড়ার শেরপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে জনসমুদ্র
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫৩ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শেরপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। পৌর বিএনপির আয়োজনে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালি জনসমুদ্রে রূপ নেয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনের নেতৃত্বে শেরপুর টাউন ক্লাব, পাবলিক লাইব্রেরি ও মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে বিশাল র্যালিটি বের হয়। র্যালিটি ধুনট মোড় ঘুরে উপজেলার মহাসড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: মাংসের ভেতর বিদেশী পিস্তলসহ ১ যুবক গ্রেফতার
এতে পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাদের হাতে ছিল দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দলের গৌরবময় ইতিহাস এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির করণীয় নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
সভায় সভাপতিত্ব করেন শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুল আলম হারেজ, উপজেলা বিএনপির সদস্য হাসানুল মারুফ শিমুল, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলন, সাবেক ছাত্রদলের সাংগঠনিক ও যুবদল নেতা ফরহাদ হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী মন্ডল, সম্রাট এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা লায়নসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এএস