বুধবার থেকে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বুধবার থেকে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

আগামী বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ অনলাইনে পাওয়া যাবে। তবে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী।

তিনি বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ট্রেনে শতভাগ যাত্রী বহন করা হবে। শতভাগ টিকিট বিক্রি করা হবে। ট্রেনে যাত্রীদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

ওআ/