বদলগাছীতে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৬ এএম, ১৬ই জানুয়ারী ২০২৩

নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, (১৪ জানুয়ারি) শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার মথুরাপুর ইউপি’র গোবরচাঁপাহাটের কাজীরমোড় নামক স্থান থেকে ১২শ' পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মাসুদুর রহমান রাজু (৪২) কে গ্রেফতার করেন পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ মাসুদুর রহমান রাজু সিরাজগঞ্জ জেলার সদর থানার নিয়ামতপুর গ্রামের মৃত আসাদুল্লা মন্ডলের ছেলে। এ সময় তার কাছ থেকে নগদ ৫২ হাজার টাকাসহ রেজিস্ট্রি বিহীন এ্যাপাছি জঞজ ১৬০ সিসি একটি মটরসাইকেল জব্দ করা হয়।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহযোগিতায় মাদক ব্যবসায়ী মাসুদুর রহমান রাজুকে নগদ ৫২ হাজার টাকা, রেজিস্ট্রি বিহীন এ্যাপাছি ১৬০ সিসি একটি মটরসাইকেল ও ১২শ' পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

জয়পুরহাটে ২৯০ জন পল্লী বিদ্যুৎ কর্মী অনুপস্থিত, জেলায় অচলাবস্থা

বগুড়ার শেরপুরে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ
