পুলিশ-বিএনপির তুমুল সংঘর্ষ, গাড়িতে আগুন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:১৩ পূর্বাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৩


পুলিশ-বিএনপির তুমুল সংঘর্ষ, গাড়িতে আগুন
পুলিশ-বিএনপির তুমুল সংঘর্ষ

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। 


সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে কাজির দেউরি মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। 


এছাড়াও এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে। 


জানা গেছে, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগর বিএন‌পির সমা‌বেশ চলছিল। একটি মিছিল কাজির দেউরি মোড় থেকে সমাবেশের দিকে যাচ্ছিল। ওই মিছিলে থাকা বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।


নগর পুলিশের ডিসি মোস্তাফিজুর রহমান বলেন, বিনা উসকানিতে বিএনপি নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা করেছে। এতে পুলিশের ১৯ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


মহানগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক বলেন ইদ্রিস আলী অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ সমাবেশ চলছিল। একটি মিছিল আসার সময় কাজির দেউরি মোড়ে পুলিশ হামলা করে।