মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১০:৫২ পিএম, ১৭ই জানুয়ারী ২০২৩

যুদ্ধাপরাধের মামলায় বগুড়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হুদা নামের এক আসামিকে ৬ বছর পর গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) শহরের মালগ্রাম এলাকায় যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১২’র কোম্পানি কমান্ডার মো. নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া সদর থানা এলাকা থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মো. নাজমুল হুদাকে গ্রেফতার করা হয়েছে।
নাজমুল হুদা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার শান্তিরাম গ্রামের বাসিন্দা। তবে সাজাপ্রাপ্ত হওয়ার আগে তিনি গাজীপুরের টঙ্গীতে বসবাস করতেন। সাজা হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে চলে যান।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

জয়পুরহাটে ২৯০ জন পল্লী বিদ্যুৎ কর্মী অনুপস্থিত, জেলায় অচলাবস্থা

বগুড়ার শেরপুরে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ
