‘চাহিদা’ মেটাতে না পারায় স্ত্রীর হাতে খুন হন স্বামী
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৫:৩৮ এএম, ১৮ই জানুয়ারী ২০২৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামী শরিফুল ইসলামকে (২৫) ‘শারীরিক চাহিদা’ মেটাতে অক্ষম- এমন অভিযোগে হাত পা বেঁধে নদীতে ফেলে হত্যা করেন স্ত্রী ফারজানা খাতুন (১৮)।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম এ তথ্য জানান।
জানা যায়, প্রায় দুমাস আগে শাহজাদপুর উপজেলার আগনুকালি গ্রামের শরিফুল ইসলামের সঙ্গে বিয়ে হয় বেতকান্দি গ্রামের ফখরুল ইসলামের মেয়ে ফারজানা খাতুনের। বিয়ের পর থেকেই শরিফুলের শারীরিক অক্ষমতার কারণে অসুখী ছিলেন ফারজানা। তাই পরিকল্পিতভাবে শরিফুলকে হাত-পা বেঁধে হত্যার পর করতোয়া নদীতে ফেলে দেন স্ত্রী ফারজানা।
হাসিবুল ইসলাম জানান, গত ৯ জানুয়ারি রাত আনুমানিক ১১টায় শ্বশুর বাড়িতে বেড়াতে যান শরিফুল। ফারজানা ওই রাতে শরিফুলকে নদীর পাড়ে নিয়ে যান। এসময় স্বামীকে জানান, ‘কবিরাজ বলেছেন হাত-পা বাঁধা অবস্থায় নদীর পানি তুলে পান করলে শারীরিক অক্ষমতা দূর হবে’। শরিফুল একথা বিশ্বাস করেন। স্বামীর পরনের লুঙ্গি ছিঁড়ে হাত-পা বেঁধে দেন ফারজানা। এরপর স্বামীসহ একটি প্লাস্টিকের বোতল হাতে নদীর কাছে যান। ঠিক এমন সময় ফারজানা শরিফুলকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং ঘাড় চেপে ধরেন। ধস্তাধস্তির এক পর্যায়ে ফারজানার হাতে কামড় বসিয়ে দেন শরিফুল। এসময় ফারজানা ক্ষিপ্ত হয়ে শরিফুলের ঘাড় ভেঙে দেন।
মৃত্যু নিশ্চিত হলে ফারজানা মরদেহ পাশে থাকা শ্যালো নৌকার নিচে ঢুকিয়ে দেন।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

জয়পুরহাটে ২৯০ জন পল্লী বিদ্যুৎ কর্মী অনুপস্থিত, জেলায় অচলাবস্থা

বগুড়ার শেরপুরে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ
