মুরাদনগরে মাটি ব্যবসায়ীর আঘাতে বৃদ্ধের মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৮ পূর্বাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৩
কুমিল্লার মুরাদনগরে রাতে মাটি চুরি করে নিয়ে যাওয়ার সময় বাঁধা দেওয়ায় মাটি ব্যবসায়ীর আঘাতে জমির মালিক আব্দুল বারেক মিয়া খোকন (৬২) মৃত্যুর অভিযোগ উঠেছে।
নিহত খোকন ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়ন গকুলনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। মাটি ব্যবসায়ী গিয়াস উদ্দিন (৪৭) একই এলাকার মৃত আবু তাহেরের ছেলে।
বুধবার (১৮ জানুয়ারি) রাত ১০টায় গকুলনগর হাসান ব্রিকসের বন্ধককৃত পটে এ ঘটনা ঘটে। ঘটনার পর মাটি ব্যবসায়ী গিয়াস ও তার ছেলে রনি (২২) পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, গকুলনগর এলাকার হাসান ব্রিকসে তার ৩২ শতাংশ জমি বন্ধক ছিল। ব্রিকফিল্ডটি চলতি সিজনে বন্ধ হয়ে যাওয়ায় ফিল্ডের মালিক জমি খালি করতে গিয়াসউদ্দিনের কাছে পটে বিছানো ইট বিক্রি করেন। গিয়াস পটের ইট খালি করার নামে রাতের আধারে ভেকু দিয়ে জমির এক ফুট গভীর গর্ত করে মাটি তুলে নেয়ার সময় খবর পেয়ে জমির মালিক আব্দুল বারেক মিয়া খোকন ও তার ছেলে কাইয়ূম গিয়ে বাঁধা প্রদান করলে গিয়াস উদ্দিন ও তার ছেলে রনি আব্দুল বারেককে এলোপাতাড়ি ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে কাইয়ূম বলেন, আমি বাবা হত্যার সুষ্ট বিচার চাই। বাবার দাফন সম্পন্ন করে আমি নিজেই বাদি হয়ে হত্যাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করবো।
মুরাদনগর থানার (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেবি/এসবি