ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলো বড় ভাইয়ের
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৫

নোয়াখালির দ্বীপ উপজেলা হাতিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী।
আরও পড়ুন: ট্যুরিস্ট পুলিশের দাবিতে হাতিয়া নিঝুমদ্বীপে মানববন্ধন
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার ৮ নং সোনাদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্য চরচেঙা গ্রামে। খবর পেয়ে পুলিশ ভোরে ওই বাড়ি থেকে ঘাতক ছোট ভাই সাকিব উদ্দিন কে আটক করেছে।
নিহতের স্ত্রী তাজনা বেগম অভিযোগ করেন তার দেবর সাকিব উদ্দিন ( ২৩) কে শুক্রবার সন্ধ্যায় মসজিদে বিয়ে করায় তার স্বামী রাকিব উদ্দিন (৩২)। শনিবার বউ নিয়ে আসার কথা। এনিয়ে বাড়িতে বৈঠক হয়। পরে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই ছুরি দিয়ে বড় ভাই কে আঘাত করলে ঘটনাস্থলেই নিহত হয়। এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে দেবর সাকিব কে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করেন।
আরও পড়ুন: জোয়ারে হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত
হাতিয়া থানার ওসি (তদন্ত) মো. খোরশেদ আলম জানান, ঘাতক সাকিব কে নিয়ে তার বাড়িতে অভিযান করে একটি গাছের গোড়া থেকে হত্যায় ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ পোস্টমর্টেম রিপোর্টের জন্য নোয়াখালী জেনারেল হাসপতালে পাঠানো হয়েছে।
এসডি/