Logo

ট্যুরিস্ট পুলিশের দাবিতে হাতিয়া নিঝুমদ্বীপে মানববন্ধন

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২৪, ২৩:৩৩
44Shares
ট্যুরিস্ট পুলিশের দাবিতে হাতিয়া নিঝুমদ্বীপে মানববন্ধন
ছবি: সংগৃহীত

নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের দাবিতে মানববন্ধন করেছেন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দারা।

বিজ্ঞাপন

পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের দাবিতে মানববন্ধন করেছেন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দারা।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১নং ওয়ার্ডের নামার বাজার এলাকার বসুন্ধরা কিল্লার সামনে এ মানববন্ধন করেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, ‘নিঝুমদ্বীপের দেশ নোয়াখালী’ বললে দেশ-বিদেশের সবাই চেনে। তাই প্রশান্তির জন্য মানুষজন পরিবার-পরিজন নিয়ে নিঝুমদ্বীপে আসেন। প্রতিবছরের ন্যায় এ বছরও নিঝুমদ্বীপ পর্যটকদের পছন্দের তালিকায় রয়েছে। নিঝুমদ্বীপ গুরুত্বপূর্ণ পর্যটক এরিয়া হলেও পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ নেই। তাই নিঝুমদ্বীপে ট্যুরিস্ট পুলিশের দাবি জানাই।

বিজ্ঞাপন

শাহিন সোহেল রিসোর্টের মালিক মোহাম্মদ ইব্রাহিম বলেন, দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক নিঝুমদ্বীপে আসেন। জায়গা না হলে তারা তাবুতে থাকেন। তাদের ভোগান্তি ও নিরাপত্তার জন্য তেমন প্রশাসনিক ব্যবস্থাও নেই। তাই নিঝুমদ্বীপে ট্যুরিস্ট পুলিশের প্রয়োজন।

নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য শাহেদ উদ্দিন শাহেদ বলেন, হাতিয়াতে অনেক গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র আছে কিন্তু কোথাও ট্যুরিস্ট পুলিশ নেই। আমরা হাতিয়ার সন্তান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদসহ প্রশাসনের সবার দৃষ্টি আকর্ষণ করছি যেন নিঝুমদ্বীপসহ গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট এলাকায় ট্যুরিস্ট পুলিশ দেওয়া হয়। বিষয়টি যদি গুরুত্বের সঙ্গে দেখা হয় তাহলে সবার জন্য ভালো হয়। আমরা চাই ট্যুরিস্টরা যেন ভোগান্তি ছাড়া নিরাপদে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD