বরিশালে নার্সিং ছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৪৩ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৩
বরিশালে বেসরকারি নার্সিং কলেজের এক শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম লামিয়া আক্তার সায়েমা (২২)। তিনি নগরীর সিএন্ডবি রোডের ডিডাব্লিউএফ নার্সিং কলেজের ডিপ্লোমা তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (২০ জানুয়ারি) রাতে হোস্টেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
শেবাচিম হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই মাইনুল জানান, হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করার পর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।