স্ত্রীর দাবিতে ২ সন্তানের জননীর অনশন, লাপাত্তা প্রেমিক
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:২৪ পিএম, ১২ই জুন ২০২৫

পটুয়াখালীর বাউফলে পরকীয়া প্রেমিক কাওসার হাওলাদারের (৩৫) বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করছেন নাসিমা (৪০) নামের দুই সন্তানের এক জননী।
বুধবার (১১ জুন) বিকেল থেকে উপজেলার কালাইয়া ইউনিয়নে শৌলা বন্দেআলী হাওলাদার বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন তিনি।
আরও পড়ুন: নিম্নচাপের প্রভাবে রাঙ্গাবালীতে ঘের-পুকুর তলিয়ে কোটি টাকার ক্ষতি!
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর বাড়ি ঢাকার কেরানীগঞ্জ এলাকায়। প্রেমিক কাওসার হাওলাদারের বাবার নাম আনসার হাওলাদার। এ ঘটনার পর থেকে প্রেমিক কাওসার পলাতক রয়েছেন।
এ বিষয়ে নাসিমা গণমাধ্যমকে জানান, কাওসার ঢাকায় একটি প্লেনসিটের দোকানে চাকরি করতেন। তিনি তার স্বামীর বন্ধু। সেই সুবাদে তাদের বাসায় প্রায়ই আসা-যাওয়া করতেন কাওসার। এক পর্যায়ে তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক তৈরি হয়। আর তাদের মধ্যে এই প্রেম চলে প্রায় দীর্ঘ ৫ বছর। তার দুইটি সন্তান আছে। তাদের প্রেমের বিষয়টি তার স্বামী জানতে পারে এবং একপর্যায়ে তাকে বাসা থেকে বের করে দেয়।
আরও পড়ুন: পাথরঘাটায় বেরিবাঁধ ভেঙ্গে ৬ গ্রাম প্লাবিত, যোগাযোগ বিচ্ছিন্ন
তিনি আরও জানান, প্রেমিক কাওসারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানালে কাওসার তার ফোন বন্ধ করে রাখে। এরপর নিরুপায় হয়ে কাওসারের বাড়ি চলে আসেন প্রেমিকা নাসিমা।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতারুজ্জামান সরকার বলেন, বিষয়টি মাত্র জানতে পারলাম। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

নেছারাবাদে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঝালকাঠির নলছিটিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

তারেক রহমানের সহযোগিতায় মাথা গোজার ঠাই পেলেন পিরোজপুরের শাহীনুর

পবিপ্রবিতে অর্থ কেলেঙ্কারির অভিযোগে দুই কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত
