দুমকিতে বিএনপি নেতার আ.লীগে যোগদান


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩১ পূর্বাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৩


দুমকিতে বিএনপি নেতার আ.লীগে যোগদান
বিএনপি নেতার আ.লীগে যোগদান

পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠা কালীন সাধারণ সম্পাদক,সাবেক সহ সভাপতি ও আঙ্গারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু হানিফ খানের আওয়ামীলীগে যোগদান।


শনিবার (২১ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা আ.লীগের সহ সভাপতি ও শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান  গাজী নজরুল ইসলামসহ,দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীদের উপস্থিতে হানিফ মাস্টার আওয়ামীলীগে যোগদান করেন।


সদ্য যোগদান কৃত  হানিফ মাস্টার জানান, আমি আমার দীর্ঘ সত্তর বছরের জীবনে রাজনৈতিক ক্যারিয়ারে ভুল বুঝতে পেরে উন্নয়নের ধারাবাহিকতা দেখে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়েই এ দলে যোগ দিলাম।


এ সময় যোগদান অনুষ্ঠানে উপজেলা আ. লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, শুধু হানিফ মাষ্টারই নন আরও চমক আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে অদূর ভবিষ্যতে আরও অনেক নেতা কর্মী নতুন চমক নিয়ে আওয়ামীলীগে যোগদান করবেন।#


জেবি/এসবি