কেরু'র শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন দ্বি-বার্ষিক সাধারণ সভা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৪ পূর্বাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৩


কেরু'র শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন দ্বি-বার্ষিক সাধারণ সভা
দ্বি-বার্ষিক সাধারণ সভা

আসন্ন কেরু'র শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জানুয়ারি) সকাল ১০ টায় কেরুজ ইমারত বিভাগের সামনে এ দ্বি-বার্ষিকী সাধারন সভা অনুষ্টিত হয়।


শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দ্বি-বার্ষিক কার্য বিবরণী ও আয় ব্যয়ের হিসাব তুলে পাঠ করেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক ও বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মাসুদুর রহমান মাসুদ।


বক্তব্য রাখেন দর্শনা কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের বর্তমান পরিষদের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাধারন সম্পাদক মাসুদুর রহমান,সাবেক সভাপতি তৈয়ব আলী, সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, সাধারন সম্পাদক পদপ্রার্থী জয়নাল আবেদীন নফর, বর্তমান পরিষদের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সম্পাদক খবির উদ্দিন। 


এছাড়াও বক্তব্য রাখেন আসন্ন নির্বাচনে সহ-সভাপতি পদে পদপ্রার্থী রেজাউল করিম, এসএম কবির, মফিজুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক পদে পদপ্রার্থী হাফিজুল ইসলাম, সদস্য পদপ্রার্থী নুরুল ইসলাম, মজিবর রহমান, সাইফ উদ্দিন সুমন, ডাবলু, আব্বাস আলী, হারিজুল ইসলাম, সাহেব আলী শিকদার, জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম সুমন, ইদ্রিস আলী, প্রমুখ।


অনুষ্ঠান শুরুতে কুরআন থেকে তেলোয়াত পাঠ করেন কেরুজ জামে মসজিদের পেশ ইমাম শামসুজ্জোহা। এরপর জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, দর্শনা কেরু এ্যান্ড কোং (বাং) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, মাহাব্যবস্থাপক (অর্থ) মুহাম্মদ সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সহকারী পরিাচালক সিরাজুল ইসলাম।


অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান।