অটো চলাচলে নিষেধাজ্ঞা, ময়মনসিংহে সিটি করপোরেশন ঘেরাও

অটো চলাচলে নিষেধাজ্ঞা, ময়মনসিংহে সিটি করপোরেশন ঘেরাও
বিজ্ঞাপন
ময়মনসিংহ নগরীতে অবাধে অটো চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। এ সময় তারা কর্মবিরতির পাশাপাশি জেলা প্রশাসক ও সিটি করপোরেশন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন। এতে নগরজুড়ে দুর্ভোগের সৃষ্টি হয়।
রবিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই কর্মসূচি পালন করে অটো মালিক ও শ্রমিকরা। এ সময় তারা সিটি করপোরেশনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মসিকের ছয়টি রুটে অটো চলাচলে নির্দেশনা দেয়। ওসব নির্দেশনা অনুযায়ী সোমবার সকাল থেকে নগরীর জিলা স্কুল মোড় থেকে নতুন বাজার হয়ে গাঙ্গিনারপাড়, সি.কে ঘোষ রোড, দূর্গাবাড়ী রোড এবং স্বদেশী বাজারে অটো চলাচল বন্ধ ছিল। এতে স্বস্তি প্রকাশ করেছেন যানজটে অতিষ্ঠ সাধারণ মানুষ।
তারা বলেন, সিটি করপোরেশনের এমন সিদ্ধান্তে নগরীতে যানজট কমে আসায় কাজের গতি বেড়েছে। এটি অব্যাহত থাকলে মানুষের দুভোর্গ অনেকাংশেই কমে যাবে।
বিজ্ঞাপন
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, যানজট নিয়ন্ত্রণে নগরীর কয়েকটি রুটে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ায় চালকরা আন্দোলন করে জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশন ঘেরাও করেছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক। এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করবে।
বিজ্ঞাপন
ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজীদ বলেন, ইজিবাইক চালকরা আমার কাছে শ্রমিকরা স্মারকলিপি দিয়েছে। যেহেতু বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের সমন্বয়ে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছিল সেহেতু সেটি পুনর্বিবেচনা করতে আলোচনার প্রয়োজন রয়েছে। আলোচনা সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
আরএক্স/








