Logo

ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ জাসদ নেতা মিন্টু গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ডিসেম্বর, ২০২৪, ২৪:১৭
74Shares
ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ জাসদ নেতা মিন্টু গ্রেফতার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে অস্ত্রসহ জাসদ নেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বিজ্ঞাপন

ময়মনসিংহে অস্ত্রসহ জাসদ নেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় তার ভাতিজা সৈয়দ সজলকেও গ্রেফতার করে যৌথবাহিনী। সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু জাসদের (ইনু) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে নগরীর আকুয়া এলাকার নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করে যৌথবাহিনী। 

বিজ্ঞাপন

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুর বিরুদ্ধে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আকুয়ার নিজের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার সঙ্গে থাকা একটি শটগান জব্দ করা হয়। এছাড়া তার ভাতিজা সৈয়দ সজলকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার হামলা চালানোর ঘটনায় সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুও জড়িত রয়েছেন বলে সন্দেহ রয়েছে। এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, অনুসন্ধান চলছে। মিন্টু গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে জাসদের প্রার্থী হয়ে পরে তা প্রত্যাহার করেছিলেন। এর আগে তিনি ২০১৮ সালের সংসদ নির্বাচনে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হয়ে ছিলেন।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD