Logo

ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সভাপতি কোহিনূর-মহাসচিব আকন্দ

profile picture
জনবাণী ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৪, ০৬:৪৩
68Shares
ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সভাপতি কোহিনূর-মহাসচিব আকন্দ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি মো. জসিম উদ্দিন

বিজ্ঞাপন

ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভায় (২০২৫-২৭) তিন বছর মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও মহানগর বিএনপির সিনিয়র সদস্য মো. শরাফ উদ্দিন কোহিনূর ও মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রব আকন্দ। 

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে জিলা মটর মালিক সমিতির কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা হারুনের আহবানে সাধারণ সভা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নির্বাচিতদের নাম ঘোষনা করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী কমিটির সভাপতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি মো. জসিম উদ্দিন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া ৭৯ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে সচিব (সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম খোরশেদ (কোচ), আবু সাঈদ (বাস), শহিদুল আলম খসরু (ট্রাক), মহিউদ্দিন বেলাল (মিনিবাস)। অর্থ সচিব পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান লিটন। অতিরিক্ত সচিব (অতিরিক্ত সম্পাদক) হিসেবে নির্বাচিত হয়েছেন রফিকুল আলম শামীম (বাস), হাবিবুল্লাহ ডালিম (ট্রাক), হেলাল (মিনিবাস)। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মঞ্জু তালুকদার, সামসুদ্দোহা মাসুম, আশরাফ হোসেন এলেন, মোহাম্মদ নজরুল ইসলাম, ইকবাল আহম্মেদ চৌধুরী বাবলা, শহিদুল হক, শরিফ, আবু মিয়া ও একেএম ওয়াহিদুজ্জামান টুটুল। 

যুগ্ম সচিব (যুগ্ন সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন ১২ জন। সহ-সচিব (সহ-সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন ১০ জন। কোষাধক্ষ্য পদে নির্বাচিত হয়েছেন ৪ জন এবং কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৩৪ জন। এর আগে, জেলা মটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা হারুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-মটর মালিক সমিতির সাবেক সহ সভাপতি মঞ্জু তালুকদার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সিনিয়র সদস্য শরাফ উদ্দিন কোহিনূর, মহানগর বিএনপির  আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম ভূইয়া, ইকবাল চৌধুরী বাবলা। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মটর মালিক সমিতির সদস্য সামসুদ্দোহা মাসুম, সাইদুল ইসলাম, তানভীর  আহমেদ রানা, মো. শরিফ, তানজীন চৌধুরী লিলি, আব্দুল কাদির, মাহবুব আকন্দ, এ সময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা মটর মালিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ। 

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD