পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় গুরুত্ব দিতে: ফারাহ শাম্মী

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি বলেছেন, খেলাধুলা ও পড়াশোনা ওতপ্রোতভাবে জড়িত। খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে, যা ভবিষ্যতে তাদের একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, শুধু খেলাধুলা কিংবা শুধু পড়াশোনায় নয়, জীবনের সব ক্ষেত্রে তোমাদের উৎকৃষ্ট হতে হবে। আমরা তোমাদের নিয়ে স্বপ্ন দেখি। তোমরাই আগামীর বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ময়মনসিংহের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের পরিচালক লুৎফুন নাহার এবং ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে নেতৃত্বের গুণাবলী তৈরি হয়। তোমরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। লেখাপড়া ও খেলাধুলা উভয় ক্ষেত্রেই এই বিদ্যালয়কে জেলার সেরা প্রতিষ্ঠানে পরিণত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এ সময় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।








