চুয়াডাঙ্গায় এক মঞ্চে জনগণের মুখোমুখি ৩ এমপি প্রার্থী

চুয়াডাঙ্গায় একই মঞ্চে উঠে ভোটারদের মুখোমুখি হলেন চুয়াডাঙ্গা-১ আসনের প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী। বুধবার (২৮ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন মুক্ত মঞ্চে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত ‘জনগণের মুখোমুখি’ সংলাপে এক মঞ্চে দেখা যায় তিনজন প্রার্থীকে। অনুষ্ঠানে সকল প্রার্থীরা নিজেদের ইশতেহার তুলে ধরার পাশাপাশি দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী আগামীর চুয়াডাঙ্গা গড়ার ১৫ দফার এক ‘অঙ্গীকারনামায়’ স্বাক্ষর করেছেন।
বিজ্ঞাপন
সুজনের চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের ডিস্ট্রিক ফ্যাসিলেটেটর সাংবাদিক মেহেরাব্বিন সানভীর সঞ্চালনায় বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফ, জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ এবং ইসলামি আন্দোলনের প্রার্থী মওলানা জহুরুল ইসলাম আজিজি অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামানসহ জেলার সুধীজন। চুয়াডাঙ্গার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪৫০-জনের অধিক সাধারণ ভোটার এই সংলাপে অংশ নিয়ে প্রার্থীদের কাছে তাদের প্রত্যাশা ও স্থানীয় সমস্যার কথা তুলে ধরেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল প্রার্থীদের ১৫ দফার লিখিত অঙ্গীকারনামা। যেখানে প্রার্থীরা ঘোষণা করেন— নির্বাচনে জয়ী হলে তারা ব্যক্তিগত ও পারিবারিক সম্পদের হিসাব প্রতি বছর জনগণের সামনে প্রকাশ করবেন। এই অঙ্গীকারনামার মাধ্যমে তারা আরও প্রতিশ্রুতি দেন, সংসদ সদস্য হিসেবে তারা আইন প্রণয়ন ও জাতীয় নীতিনির্ধারণে মনযোগী হবেন এবং স্থানীয় সরকারের কাজে কোনো প্রকার বিধি-বহির্ভূত হস্তক্ষেপ করবেন না। স্বজনপ্রীতি, দলীয়করণ এবং নিয়োগ বাণিজ্যের মতো ব্যাধি থেকে দূরে থাকার পাশাপাশি সংখ্যালঘু ও সমাজের পিছিয়ে পড়া মানুষের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতিও আসে প্রার্থীদের কাছ থেকে।
উপস্থিত ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার একপর্যায়ে তিন প্রার্থীই এক সুরে বলেন, গণরায় যাই হোক, আমরা তা মাথা পেতে নেব। বিজয়ী প্রার্থীকে এলাকার উন্নয়নে আমরা পরাজিতরাও পূর্ণ সহযোগিতা করব। উন্নয়নের সুফল প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে বছরে অন্তত একবার সরাসরি জনগণের মুখোমুখি হওয়ার প্রথা তারা চালু রাখবো।
বিজ্ঞাপন








