Logo

ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো সম্ভব: জেলা প্রশাসক

profile picture
জেলা প্রতিনিধি
নরসিংদী
২৮ জানুয়ারি, ২০২৬, ১৫:১৫
ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো সম্ভব: জেলা প্রশাসক
ছবি প্রতিনিধি।

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেছেন, খেলাধূলা শুধু কোমলমতি শিশুদের মন প্রফুল্ল রাখে না, বরং শিক্ষার্থীদের মেধার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নরসিংদী সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ১২৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের গভর্নিংবডি’র সভাপতি মোহাম্মদ ইলিয়াস আলী ভূঞা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মনোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার এ.এস.এম আব্দুল খালেক, জেলা বিএনপির সহ-সভাপতি খবিরুল ইসলাম বাবুল এবং স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেবসহ শিক্ষক ও কর্মকর্তাগণ।

বিজ্ঞাপন

নরসিংদী সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের গভর্নিংবডি’র সভাপতি মোহাম্মদ ইলিয়াস আলী ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মনোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার এ.এস.এম আব্দুল খালেক, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি খবিরুল ইসলাম বাবুল, সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব, গভর্নিংবডির সদস্য মো. নজরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আশরাফ মাহমুদ, সহকারী প্রধান শিক্ষক দেব প্রসাদ সাহা, সিনিয়র শিক্ষক রাশেদুল আলম, আকলিমা আক্তার, সহকারী শিক্ষক অহিদুজ্জামান অপু, সিনিয়র শিক্ষক মো. সাইফুল্লাহ, বশীর আহমদ খান, হিরু মিয়া ও তপন কুমার প্রমুখ।

প্রধান অতিথি আরও বলেন, নরসিংদী জেলায় উন্মোক্ত খেলার মাঠের সংখ্যা খুবই কম, তাই শিক্ষার্থীদের খেলাধূলার মাঠগুলো যাতে বিনষ্ট না হয় সেইদিকে সকলের দৃষ্টি রাখার জন্য আহবান জানান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD