Logo

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৮ জানুয়ারি, ২০২৬, ১৩:৩৮
চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকার জাহেদিয়া মাদ্রাসার সামনে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে একজন খাদিজা মাশমুম। তিনি বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ধাক্কা দেয়। ধাক্কার পর ট্রাকটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অন্তত তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD