ভেড়ামারায় জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:২৭ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৫


ভেড়ামারায় জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ
ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে জাতীয় নাগরিক কমিটি লিফলেট বিতরণ করেছে। 

আরও পড়ুন: ভেড়ামারায় শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার


রবিবার (১৯ জানুয়ারি) জাতীয় নাগরিক কমিটির ভেড়ামারা প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস টনি ও শোভন আহমেদের  নেতৃত্বে সকাল ১১টায় এই লিফলেট আপামর জনগণের মাঝে বিতরণ করা হয়। ভেড়ামারা মধ্যবাজার থেকে শুরু করে উপজেলা চত্বর, শাপলা চত্বর, ঢাকা কোচ স্ট্যান্ড চত্বর, পৌর মার্কেট ও কাঁচা বাজার এলাকাসহ উপজেলার প্রধান প্রধান পয়েন্টে এই লিফলেট বিতরণ করা হয়।


‘জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ স্লোগানকে সামনে রেখে এ কার্যক্রমে ভেড়ামারা জাতীয় নাগরিক কমিটির সকল প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। 


লিফলেট বিতরণ কার্যক্রম শেষে সংক্ষিপ্ত এক আলোচনায় জুলাই বিপ্লবকে পূর্ণাঙ্গ রূপ দিতে  অতি দ্রুত ঘোষণাপত্র প্রকাশ করার দাবী জানানো হয়। সেই সাথে ঘোষণাপত্রে জাতীয় নাগরিক কমিটির দেয়া ৭টি বিষয়কে অন্তর্ভুক্ত করার জোর দাবি ওঠে।


আরও পড়ুন: ভেড়ামারায় ডেঙ্গু কেড়ে নিলো কলেজ ছাত্রীর প্রাণ


ভেড়ামারা নাগরিক কমিটির প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস টনি বলেন, ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে দেওয়া ১ দফা দাবির ভিত্তিতে ৫ আগস্টের স্বাধীনতা পেয়েছিলাম। এখন ৫৩ বছরের বৈষম্য, শোষণ-বঞ্চনা, অপশাসন,জুলুম, অন্যায় ও অবিচার থেকে বাংলাদেশীদের মুক্ত করার জন্য জুলাই ঘোষণাপত্রের জোর দাবী জানাচ্ছি। যেখানে ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের রুপরেখার পরিষ্কার বর্ণনা থাকবে। ফ্যাসিবাদের বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তকে শক্তিশালী করতে বিগত খুনি শাসক ও তাদের দোসরদের বিচার করতে হবে। সাথে সাথে সকল বৈষম্যের নিরসন করে সাধারণ জনগণকে একই কাতারে এনে নাগরিক পরিচয়ের প্রাধান্য নিশ্চিত করে রাষ্ট্র কাঠামো করার প্রতিশ্রুতি দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করারও দাবী জানান।


এসডি/