Logo

জনবাণী’র ৩৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে নীলফামারীতে উদযাপন

profile picture
জেলা প্রতিনিধি
নীলফামারী
২০ জানুয়ারি, ২০২৬, ১৬:৪৯
জনবাণী’র ৩৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে নীলফামারীতে উদযাপন
ছবি প্রতিনিধি।

দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে নীলফামারীতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের উকিলের মোড় জাতীয় সাংবাদিক সংস্থা নীলফামারী জেলা অফিস কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে এ আয়জন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে পত্রিকাটির জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা’র নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জজ কোর্টের জিপি ও জাতীয় সাংবাদিক সংস্থা’র আইন বিষয়ক উপদেষ্টা সিনিয়র বিজ্ঞ আইনজীবী এডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা চৌধুরী, নারীশিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান রিনো।

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাবেক সাধারণ সম্পাদক ও আরটিভি জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধান, চ্যানেল আই প্রতিনিধি আনোয়ারুল আলম প্রধান, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আব্দুল মালেক।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক নীলকথার স্টাফ রিপোর্টার লোকমান আলী, দৈনিক যায়যায়দিন প্রত্রিকার স্টাফ রিপোর্টার এস এ প্রিন্স, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ ও সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম, ডিমলা উপজেলা শাখার সভাপতি মফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নয়েনুজ্জুমান সরকার নয়ন, সহ-সভাপতি ও দৈনিক সংবাদ মহনার স্টাফ রিপোর্টার মজিবুল ইসলাম, বাংলাদেশ সমাচার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাচ্চু সহ জেলা ও উপজেলা জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দু।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দৈনিক জনবাণী পত্রিকার দীর্ঘদিনের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মশিউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক রাজা আহমেদ।

জেবি/এসডি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD