কুড়িগ্রামে দৈনিক জনবাণী’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের রাজারহাটে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বিজ্ঞাপন
এ উপলক্ষে সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় রাজারহাট সাংবাদিক ফোরামের কার্যালয়ে কেক কেটে দিবসটি পালন করা হয়।
কুড়িগ্রাম জেলা ও রাজারহাট প্রতিনিধি জনবাণী পরিবারের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট সাংবাদিক ফোরামের সদস্য সচিব এবং গ্রিন টিভি ও দৈনিক কালবেলা রাজারহাট প্রতিনিধি সাংবাদিক সোহেল রানা।
বিজ্ঞাপন
এছাড়াও উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক,তোফায়েল আহমেদসহ ফারুক আহমেদ, মোস্তফা, নিশাত, বিপ্লব এবং দৈনিক জনবাণী পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা দৈনিক জনবাণী পত্রিকার দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।








