Logo

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক জনবাণী’র ৩৫তম বর্ষপূর্তি উদযাপন

profile picture
উপজেলা প্রতিনিধি
বগুড়া
১৯ জানুয়ারি, ২০২৬, ১৭:৫৯
শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক জনবাণী’র ৩৫তম বর্ষপূর্তি উদযাপন
ছবি প্রতিনিধি।

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক জনবাণীর ৩৫তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় শেরপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে দৈনিক জনবাণী পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি এনামুল হকের সভাপতিত্বে এবং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি সবুজ চৌধুরী, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাওন, সম্মিলিত সাংবাদিক জোটের প্রধান সমন্বয়ক রঞ্জন কুমার দে এবং বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি সরোয়ার জাহান।

এছাড়াও উপস্থিত ছিলেন আনন্দ টেলিভিশনের প্রতিনিধি বাঁধন কর্মকার কৃষ্ণ, মানবকণ্ঠ পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি রাশেদুল হক, আমাদের সময়ের প্রতিনিধি শফিকুল ইসলাম শরীফ, খোলা কাগজের বাদশা আলম, দৈনিক বাংলাদেশ বুলেটিন ও কলম সৈনিকের প্রতিনিধি ইফতেখার আলম ফরহাদ, এনটিভি অনলাইন ও দেশ রূপান্তরের প্রতিনিধি জাহিদ হাসান, ভোরের চেতনার আহসান হাবিব, প্রতিদিনের কাগজের জাহিদুর রহমান, বরেন্দ্র কণ্ঠ পত্রিকার হান্নান হোসেন, উত্তরাঞ্চল বার্তার উৎপল মালাকার, দৈনিক গণকণ্ঠ পত্রিকার মিলন সরকার, জাতীয় অর্থণীতি পত্রিকার রায়হান পারভেজ কমল, দৃষ্টি প্রতিদিন ও আজকের দর্পণ প্রতিনিধি আবু বকর ছিদ্দিক, মজনু ও অপরাধ নামার সাব্বির সবুরসহ অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক জনবাণী দীর্ঘ ৩৫ বছর ধরে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পত্রিকাটি সত্যনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে উৎসবমুখর পরিবেশে দৈনিক জনবাণীর ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন অনুষ্ঠানের অতিথিরা।

বিজ্ঞাপন

জেবি/এসডি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD