রাষ্ট্র জনগণের উদ্যোগকে দমিয়ে রাখছে: ফরহাদ মাজহার

গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব ছিল। কিন্তু রাষ্ট্র আজ জনগণের নিজস্ব উদ্যোগকে দমিয়ে রেখে ক্ষমতাকে কুক্ষিগত করছে এমন মন্তব্য করেছেন বিশিষ্ট কবি ও ভাবুক ফরহাদ মাজহার।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দিতে আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরহাদ মাজহার বলেন, আজকের এই ক্যাম্পটি গণঅভ্যুত্থান সুরক্ষার একটি বাস্তব উদাহরণ। আমরা দেখাতে চাই যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা খুবই সহজ। রাষ্ট্র যদি সত্যিকার অর্থে প্রাথমিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দেয়, তাহলে অনেক স্বাস্থ্যসংকট খুব সহজেই মোকাবিলা করা সম্ভব।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সবচেয়ে বড় সমস্যা হলো রাষ্ট্র এখন জনগণের জন্য এক ধরনের প্যারাসাইটে পরিণত হয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত উদ্যোগকে প্রতিহত করে সবকিছু ক্ষমতার কেন্দ্রে আটকে রাখা হচ্ছে।
বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন, স্বাস্থ্য আন্দোলন ও গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চের আয়োজনে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে মরিচাকান্দি ও বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন মেজর (অব.) আহমেদ ফেরদৌস, কবি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রোমেল, উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, দরিয়াদৌলত ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, ঝান্টু সরকার, আসলাম সরকার, যুবদল নেতা দেলোয়ার হোসেন, বদিউল আলম বাদলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে বিপুল সংখ্যক রোগী সেবা গ্রহণ করেন। আয়োজকদের এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।








