ফুলছড়িকে বাল্যবিবাহ প্রতিরোধ উপজেলা ঘোষণা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা ঘোষণা অনুষ্ঠান ও বাল্যবিবাহকে ‘লাল কার্ড’ দেখানোর প্রতীকী কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে ফুলছড়ি উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং পরিবর্তন (চেঞ্জ) প্রকল্প–ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শুরুতে সুন্দর ও সমৃদ্ধ উপজেলা গঠনের লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা ঘোষণাপত্রে স্বাক্ষর, ফলক উন্মোচন এবং বাল্যবিবাহ করা ও দেওয়ার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে ‘লাল কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার মো. মিন্টু মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মো. শহিদুল ইসলাম রাজা মিয়া, উপজেলা সমবায় অফিসার মো. আব্দুল করিম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো. মনোয়ার হোসেন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মো. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজু উইলিয়াম উইলিয়া ডেপুটি ডিরেক্টর (চাইল্ড অপারেশন),ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
বিজ্ঞাপন
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা , সাতটি ইউনিয়নের পরিষদ প্যানেল চেয়ারম্যান,ইমাম প্রতিনিধি, কিশোর-কিশোরী প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাল্যবিয়ে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। বাল্যবিয়ে প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব।
বিজ্ঞাপন
অনুষ্ঠান শেষে বাল্যবিয়ে প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সামাজিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। একই সঙ্গে ফুলছড়ি উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ প্রতিরোধে প্রতিশ্রুত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়।








