Logo

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৫০০ বসতি

profile picture
উপজেলা প্রতিনিধি
কক্সবাজার
২০ জানুয়ারি, ২০২৬, ১২:২৫
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৫০০ বসতি
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৩টা ২০ মিনিটে শফিউল্লাহ কাটা ১৬ নম্বর ক্যাম্পের ডি-৪ ব্লকে একটি এনজিও পরিচালিত শিখন কেন্দ্র থেকে আগুনের সূত্রপাত হয়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্থানীয় সময় রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। দাহ্য উপকরণে তৈরি ঘর ও শেড থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। দীর্ঘ চার ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য্য জানান, উখিয়া ও রোহিঙ্গা ক্যাম্প থেকে মোট ১০টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল। সর্বমোট প্রায় ৫০০টি বসতি পুড়ে ছাই হয়ে যায়। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রথমে শিখন কেন্দ্রে আগুন লাগে এবং পরে তা পার্শ্ববর্তী শেডে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

গত বছরেও রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৬ ডিসেম্বর ৪ নম্বর ক্যাম্পের একটি হাসপাতাল পুড়ে যায় এবং ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে দশটির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা পরিবারগুলোর জন্য জরুরি মানবিক সহায়তা প্রদান করা হবে বলে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো জানিয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD