Logo

মৌলভীবাজারে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম বর্ষপুর্তি অনুষ্টিত

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১৯ জানুয়ারি, ২০২৬, ১৮:১৮
মৌলভীবাজারে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম বর্ষপুর্তি অনুষ্টিত
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার দৈনিক জনবাণীর ৩৫ তম বর্ষপূর্তি অনুষ্টান পালিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৯ জানুয়ারী) মামার বাড়ি হোটেল এন্ড রেষ্টুরেন্টে দৈনিক জনবাণী'র জেলা প্রতিনিধি মঞ্জু বিজয় চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক জাহাঙ্গির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, News 24 টিভির জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, বিশেষ অতিথি মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি মমশাদ আহমদ, রুপলী বাংলাদেশ পত্রিকার জেলা শাহজান মিয়া,বাংলা টিভির জেলা প্রতিনিধি আলী হোসেন রাজন।

এছাড়াও উপস্থিত ছিলেন, দীপ্ত নিউজের সম্পাদক দুরুদ আহমেদ, সাংবাদিক মনিরুজ্জামান মনির, মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মশাহিদ আহমদ, ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, মোহনা টিভির জেলা প্রতিনিধি বিকাশ দাশ, আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি মামুনুর রশীদ তরফদার, দৈনিক খবর পত্র পত্রিকার প্রতিনিধি সাইদুল ইসলাম, দৈনিক নতুন দিন পত্রিকার প্রতিনিধি আব্দুল বাছিদ খাঁন, দৈনিক গন জাগরন পত্রিকার প্রতিনিধি পায়েল আহমদ, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সহ বার্তা সম্পাদক বিশ্বজিৎ কর, ভোরের সময় পত্রিকার প্রতিনিধি সৈয়দ আমিনুল ইসলাম আল-আমিন, শ্রীমঙ্গল কালের কন্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি আল আমিন আহমদ, সাংবাদিক ইমরান আহমদ, দৈনিক জনবাণী পত্রিকার রাজনগর প্রতিনিধি জুয়েল আহমদ, কুলাউড়া প্রতিনিধি জামাল আহমদ, কমলগঞ্জ প্রতিনিধি তানভীর চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধি মো: রবি উদ্দিন, জুড়ি প্রতিনিধি মাসুম, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার প্রতিনিধি মাইনুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক জনবাণী দীর্ঘ ৩৫ বছর ধরে পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। গণতন্ত্র, মানবাধিকার এবং জনস্বার্থে সাহসী ভূমিকা পালনের জন্য পত্রিকাটির অবদান প্রশংসনীয়।

বক্তারা আরও বলেন, পরিবর্তিত গণমাধ্যম বাস্তবতায়ও দৈনিক জনবাণী পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে যাচ্ছে। ভবিষ্যতেও দেশ ও মানুষের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বিজ্ঞাপন

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD