স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজকে বিএনপি থেকে বহিষ্কার

বিএনপি কেন্দ্রীয় কমিটি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর আংশিক) আসনের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে বহিষ্কার করেছে। এই আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী রাশেদ খান।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা অমান্য এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে সাইফুল ইসলাম ফিরোজকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, বহিষ্কৃত সদস্যদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক রাখা যাবে না।
বিজ্ঞাপন
এ পদক্ষেপে দলের শৃঙ্খলা রক্ষা ও নির্বাচনী ঐক্য বজায় রাখার চেষ্টা করা হচ্ছে বলে দলের নেতারা জানিয়েছেন।








