দৈনিক জনবাণী’র ৩৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে দুমকিতে উদযাপন

পটুয়াখালীর দুমকিতে জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৯ জানুয়ারি)রাত ৮ টায় দুমকি প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে দেশের বহুল প্রচলিত জাতীয় দৈনিক জনবাণী'র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
আলোচনা সভায় এশিয়ান টেলিভিশনের দুমকি উপজেলা প্রতিনিধি ও দুমকি প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে ও দৈনিক জনবাণী পত্রিকার দুমকি উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রচার সম্পাদক কাজী জুবায়ের ইসলাম সোহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক দিনকাল পত্রিকার দুমকি উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান খান, দৈনিক সমকলের দুমকি উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতি মো. এবাদুল হক, জিটিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, দৈনিক মানবজমিন পত্রিকার দুমকি উপজেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মো. আবদুল কুদ্দুস।
বিজ্ঞাপন
এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুবকরসহ দুমকি প্রেসক্লাবের বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। বক্তারা দৈনিক জনবাণী পত্রিকার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে সাফল্য কামনা করেন। শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।








