তালায় দৈনিক জনবাণীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার প্রকাশনার ৩৫ বছর পূর্তি উপলক্ষে তালায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল চারটায় তালা প্রেসক্লাব হলরুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি আজমল হোসেন জুয়েল স্বাগত বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন
তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান।
তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, কেন্দ্রীয় ছাত্রদলের নেতা মারুফুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক এম এ ফয়সাল, সেলিম হায়দার, জয়দেব চক্রবর্তী এবং টাটা ক্রপ কোম্পানির ক্রেডিট অফিসার শাহিন বিশ্বাস।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক টিপু সুলতান, খলিলুর রহমান লিথু, ইমরান হোসেন, শাহিনুর রহমান, রাজু আহম্মেদ, কামাল হোসেন, অর্জুন বিশ্বাসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধীজনরা।
বক্তারা তাদের বক্তব্যে দৈনিক জনবাণীর দীর্ঘ ৩৫ বছরের পথচলার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা বজায় রাখার আহ্বান জানান।
বিজ্ঞাপন








