Logo

কুলাউড়ায় দৈনিক জনবাণী’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

profile picture
উপজেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১৯ জানুয়ারি, ২০২৬, ১৮:৪৫
কুলাউড়ায় দৈনিক জনবাণী’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
ছবি প্রতিনিধি।

‎সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচারে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। দীর্ঘদিন ধরে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করা এ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছিল উৎসবমুখর পরিবেশ।

বিজ্ঞাপন

এ উপলক্ষে সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় কুলাউড়া ডাকবাংলো মাঠে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবাদ বিশ্লেষক ও টিম জার্নালিস্ট’স-এর প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এম. মুক্তাদির হোসেনের সভাপতিত্বে এবং জাতীয় দৈনিক জনবাণীর কুলাউড়া উপজেলা প্রতিনিধি জামাল হোসেন তারেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলী।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মছব্বির আলী এবং কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী। তাঁরা দৈনিক জনবাণীর দীর্ঘ পথচলা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবদানের প্রশংসা করেন।

বিজ্ঞাপন

‎অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি সৈয়দ মিছবাহ, দৈনিক দেশের কণ্ঠের কুলাউড়া উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, আমাদের পত্রিকার উপজেলা প্রতিনিধি সামসু উদ্দিন বাবু,

‎এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক টেলিভিশনের মাহফুজুর রহমান মাহী, কুলাউড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, আজিজুল ইসলাম, টিম জার্নালিস্ট’স-এর সদস্য আব্দুল জব্বার বাহার, নাইমুল ইসলাম, রেজাউল ইসলাম শাফি, তারেক আহমেদ, শাহরিয়ার আহমেদ ও তাহমিদ আহমেদ। পাশাপাশি গ্লোবাল রেড লাইফলাইন ব্লাড ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, কুলাউড়া মুক্ত স্কাউটের সকল নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

‎আলোচনা সভা শেষে কেক কাটার মাধ্যমে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ সময় বক্তারা ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

‎দীর্ঘ ৩৫ বছরে পেশাদারিত্ব, সততা ও সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতীয় দৈনিক জনবাণী পত্রিকা যে বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করেছে, এই আয়োজন তারই প্রতিফলন। আগামীতেও গণমানুষের কণ্ঠস্বর হিসেবে পত্রিকাটি ভূমিকা রাখবে—এমন আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD