রাতের তাপমাত্রা বৃদ্ধি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৬ পূর্বাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৩


রাতের তাপমাত্রা বৃদ্ধি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
আবহাওয়া অফিস

রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পচ্ছে। আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (২৪ জানুয়ারি) আবহাওয়া পূর্বাভাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আবহাওয়াবিদ মো. তরিফুল কবিবার জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 


আগামীকাল বুধবার (২৫ জানুয়ারি) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেসগে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।


শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।


সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।


জেবি/এসবি