কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে আহত ২


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে আহত ২

কারো বসতবাড়ি ভাঙছে, কারো ভাঙছে দোকানপাট, খেয়ে ফেলছে গাছ-পালা, নষ্ট করছে ফসলি জমি। কখনো ঘরে দিচ্ছে হানা, কখনোবা রাস্তায় দিচ্ছে পাহারা। এইভাবে প্রতিদিন হাতির আতংকে জানমাল নিয়ে সঙ্কায় দিন কাটাচ্ছেন চট্টগ্রামের  আনোয়ারা-কর্ণফুলী মানুষেরা।

নিজেদের জান-মাল রক্ষায় নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা। ঢাকঢোল পিটিয়ে, পটকা ফুটিয়ে আর মশাল জ্বালিয়ে ঠেকানোযাচ্ছে না হাতির তাণ্ডব।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৫টার দিকে কর্ণফুলী বড়উঠান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভক্তপাড়া গ্রামে বন্যহাতির তাণ্ডবে গার্মেন্টস শ্রমিক মো. এনাম (২২) ও সজিব (২০) গুরুত্বর আহত হয়েছেন।

স্থানীয়রা জানান,ভোরে বাড়ির পাশে হাঁটার সময় বন্য হাতি তাদের আক্রমণ করে।এতে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রাতাদের দুজনকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে এনামের অবস্থার অবনতি হলে তাকেচট্টগ্রাম  মেডিকেল  কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সজীব প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

জানা যায়, বেশ কয়েক বছর ধরে বন্য হাতির একটি দল কেপিজেড এলাকায় প্রবেশ করেছে। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীচরম আতঙ্কে রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করছেন বড়উঠান ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ খান সুমন।

এসএ/