কারাগারের পার্লারে কাজ করছেন পাপিয়া


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫২ পূর্বাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৩


কারাগারের পার্লারে কাজ করছেন পাপিয়া
নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া-ফাইল ছবি

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার দিন কাটছে কারাগারে বসে। তিনি কারাগারের সেলাই, বুটিক ও পার্লারের কাজ করছেন।


অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পাপিয়া এখন আছেন কাশিমপুর হাই সিকিউরিটি মহিলা কারাগারে।


দেশ থেকে পালানোর সময় ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়া ও তার স্বামীকে দুই সহযোগীসহ গ্রেফতার করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, নগদ ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ১১ হাজার ৪৮১ মার্কিন ডলার, শ্রীলঙ্কা ও ভারতের কিছু মুদ্রা এবং দুটি ডেবিট কার্ড জব্দ করা হয়। 


গ্রেফতারের পর পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে সব মিলিয়ে পাঁচটি মামলা হয়েছে। এর মধ্যে অস্ত্র আইনের মামলার দুটি ধারায় তাদের প্রত্যেককে ২৭ বছর সশ্রম কারাদণ্ড দেন আদালত।


কারাগার সূত্র থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, ‘সাজাপ্রাপ্ত কয়েদি পাপিয়াকে কারাগারের বিধি অনুযায়ী কাপড় সেলাই ও বুটিক শাখায় কাজ দেওয়া হয়েছে।