নর্দমায় ছুঁড়ে ফেলা স্বর্ণের বার উদ্ধার করলো পুলিশ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৮ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৩


নর্দমায় ছুঁড়ে ফেলা স্বর্ণের বার উদ্ধার করলো পুলিশ
চোরাকারবারি হৃদয় হোসেন

চুয়াডাঙ্গা জেলার  দর্শনায় পাঁচটি স্বর্ণের টুকরো উদ্ধার করেছে ডিবি ও দর্শনা থানা  পুলিশ । এসময় আটক করা হয়েছে এক চোরাকারবারিকে। 


রবিবার (২৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়। 


আটককৃত চোরাকারবারির নাম হৃদয় হোসেন (১৯)। তিনি দর্শনার নাস্তিপুর গ্রামের নওশাদ আলীর ছেলে।


পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশ ও দর্শনা থানা পুলিশের সদস্যরা দর্শনার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। এসময় দর্শনা থেকে সীমান্তের দিকে যাওয়া একটি মোটরসাইকেল গতিরোধ করে পুলিশ সদস্যরা। পুলিশ দেখে মোটরসাইকেল চালক পকেটে থাকা কাগজে মোড়ানো স্বর্ণের বারগুলো পাশের নর্দমায় ফেলে দেয়। পরে তাকে আটক করে ওই নর্দমা থেকে স্বর্ণের বার গুলো উদ্ধার করা হয়। 


কাগজে মোড়ানো অবস্থায় একটি প্যাকেটের ভেতর থেকে ৫টি স্বর্ণের টুকরো বের করা হয়। যার ওজন ২৫ ভরি ২ রতি।

 

অভিযান শেষে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান সাংবাদিকদের জানান, গোপন সংবাদ পেয়ে এ অভিযান চালানো হয়। চোরাকারবারিকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 


এ ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবির জানান আমরা জানতে পারি যে দর্শনা সীমান্ত থেকে স্বর্ন পাচার হচ্ছে এ মর্মে আমরা গোপন সংবাদের ভিত্তিতে ৫ টুকরো স্বর্নসহ হৃদয় হোসেনকে আটক করি।


আরএক্স/