ফুলবাড়িয়া ডিগ্রী কলেজে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৫
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী ফুলবাড়িয়া ডিগ্রী কলেজ তারুণ্যের উৎসব অনুষ্ঠিত।
রবিবার (১৯ জানুয়ারি) ফুলবাড়িয়া ডিগ্রী কলেজ শ্রেণিকক্ষে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে স্বাস্থ্য বিভাগ কর্তৃক আয়োজিত আলোচনা সভা, ক্যান্সার সচেতনতা এবং ব্লাডগ্রুপিং কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মোহাম্মদ হাসানুল হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা.কৌশিক দেব প্রমুখ।
আরও পড়ুন: ফুলবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম
ডা. মোহাম্মদ হাসানুল হোসেন বলেন, নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।
তারুণ্যের উৎসবে সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার,সঞ্চালনা এমটিইপিআই জাহাঙ্গীর মো. সাজ্জাদ হোসেন।
এসডি/