সাংবাদিকদের ‘পোষা কুকুর’ মন্তব্যে বিতর্কে সুজন নেতা

সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
বিজ্ঞাপন
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিশ্ব সাহিত্য কেন্দ্রের হাসান আজিজুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে ড. বদিউল আলম মজুমদার সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকরা রাজনৈতিক দলের “পোষা কুকুরে” পরিণত হয়েছেন—এমন মন্তব্য করেন তিনি। তার এ বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
বক্তব্য শেষে সাংবাদিকরা এ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে সভায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুজনের ময়মনসিংহ আঞ্চলিক সমন্বয়ক জয়ন্ত কর, গাইবান্ধা জেলা ফ্যাসিলিটেটর আতিক সুমন, সুজনের ম্যানেজার মেহেরুন নেছা, পলাশবাড়ী উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য অলিউল ইসলাম বাদল, আবদুল্লাহ আদিল নান্নুসহ স্থানীয় সুধীজনরা।
বিজ্ঞাপন
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সাংবাদিকরা মন্তব্যটিকে পেশাগত মর্যাদাহানিকর ও অনভিপ্রেত বলে উল্লেখ করে এর নিন্দা জানান।








