হাসপাতালের ওটিতে চুলা বসিয়ে রান্না, নার্সরা বানাচ্ছেন পিঠা

ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটার (ওটি) কক্ষে স্বাস্থ্যবিধি চরমভাবে লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে ওটির ভেতর গ্যাসের চুলা বসিয়ে নার্সরা পিঠাসহ বিভিন্ন খাবার তৈরি করছেন। এতে করে জীবাণুমুক্ত থাকার কথা যে কক্ষটি, সেটিই যেন রান্নাঘর ও বিশ্রামস্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ করছেন রোগী ও তাদের স্বজনরা।
বিজ্ঞাপন
জানা গেছে, অন্তত দুই বছরের বেশি সময় ধরে এই অনিয়ম চললেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি জনসম্মুখে আসে। ভিডিওতে অপারেশন থিয়েটারের ভেতরে চুলায় রান্নার দৃশ্য দেখা গেলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। একই সঙ্গে ওটির আশপাশে অবাধ যাতায়াত থাকায় প্রসূতি মা ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
এ ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, যেখানে সর্বোচ্চ পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত থাকার কথা, সেখানে এ ধরনের অবহেলা প্রসূতিদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। হাসপাতালের ভেতরে এমন অনিয়ম দীর্ঘদিন ধরে চলতে থাকায় ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে।
বিজ্ঞাপন
ঘটনার প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ কনসালটেন্ট ও সহকারী পরিচালক ডা. জালাল উদ্দিন। সদস্য হিসেবে রয়েছেন সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. আদনান আহমদ এবং সদস্য সচিব হিসেবে আবাসিক মেডিকেল অফিসার ডা. শোয়েব ইমতিয়াজ নিলয়। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পিকচার আভি বাকি হ্যায়: হাসনাত আব্দুল্লাহ
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইফুল ইসলাম বলেন, অপারেশন থিয়েটারের ভেতরে রান্না করার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তদন্ত শেষে দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিজ্ঞাপন
এদিকে রোগীর স্বজনরা বলছেন, যাদের ওপর রোগীদের জীবন রক্ষার দায়িত্ব, তাদের কাছ থেকেই যদি এমন অবহেলা দেখা যায়, তবে সেটি অত্যন্ত উদ্বেগজনক। ফেনী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের এই ঘটনা সামগ্রিক হাসপাতাল ব্যবস্থাপনার জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।








