বাউফল নার্সিং ইনস্টিটিউট এর প্রতীকী পরিবর্তন অনুষ্ঠান

পটুয়াখালীর বাউফল নার্সিং ইনস্টিটিউটের ৩৯ জন শিক্ষার্থীকে নিয়ে নবীন বরণ, শিরা বরণ ও প্রতীকী পরিবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় বাউফল উপজেলা নার্সিং ইনস্টিটিউটের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইনস্টিটিউটের অধ্যক্ষ মরিয়ম বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা চাই আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকুক। যেন গর্ব করে বলতে পারি—আমরা বাউফল নার্সিং ইনস্টিটিউট থেকে এসেছি। আজকের শপথের প্রতিটি বাক্য বাস্তব জীবনে মেনে চলার চেষ্টা করতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নার্সরা চিকিৎসকদের সহযোগী হিসেবে কাজ করলেও রোগীদের সবচেয়ে কাছের সেবাদানকারী হলেন নার্সরাই। রোগীর পাশে দীর্ঘ সময় থাকার কারণে অনেক সময় রোগী বা তাদের স্বজনদের সঙ্গে রুঢ় আচরণের অভিযোগ উঠে।
বাউফল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের যেন এমন কোনো বদনাম না হয়—সেদিকে বিশেষভাবে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের আগামী দিনগুলো সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, সহকারী অধ্যাপক ও প্রেসক্লাব সদস্য অহিদুজ্জামান সুপন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমানসহ শতাধিক নার্সিং শিক্ষার্থী।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের শিরা বরণ করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ইনচার্জ মিনারা বেগম নবীন শিক্ষার্থীদের প্রতীকী ব্যাজ পরিয়ে দেন।








