Logo

মহেশপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে

profile picture
উপজেলা প্রতিনিধি
ঝিনাইদহ
১৭ জানুয়ারি, ২০২৬, ১৫:৩৫
মহেশপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর চারজন সদস্য সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৭ জানুয়ারি) সকাল প্রায় ১০টার দিকে মহেশপুর–খালিশপুর সড়কের বেলেঘাট ঈদগাহ ময়দানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর একটি টহল পিকআপ ভ্যান মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটির স্টিয়ারিং বিকল হয়ে চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ধাক্কায় সেনাবাহিনীর পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে পাশের বাঁশঝাড়ে আছড়ে পড়ে, এবং ট্রাকটিও সড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়। এতে চারজন সেনাসদস্য আহত হন। পরে স্থানীয়রা ও সেনাসদস্যরা আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আহতরা বর্তমানে চিকিৎসাধীন এবং তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয় সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর নাভিদ জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটির নাম “মা-বাবার দোয়া (মারিয়া মিরাজ)” এবং রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ১৫-২৬৭৮।

সেনাবাহিনী আহত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD