Logo

মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৭ জানুয়ারি, ২০২৬, ১৯:৫৩
মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের ষষ্ঠ তলায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের টানা প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বিজ্ঞাপন

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৬ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বিকেল ৪টা ৫০ মিনিটে ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুটি ইউনিট এবং ত্রিশাল ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। সম্মিলিত চেষ্টায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের ভেতরে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং কিছু সময়ের জন্য হুড়োহুড়ি শুরু হয়। পরে পরিস্থিতি শান্ত হলে হাসপাতালের বাইরে বিপুল সংখ্যক উৎসুক মানুষ ভিড় জমায়।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, নতুন ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি ছোট স্টোররুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় ওই তলায় থাকা রোগীদের দ্রুত সরিয়ে মেডিসিন ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বর্তমানে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে কিছু ম্যাট্রেস ও বেডশিট পুড়ে গেলেও বড় ধরনের ক্ষতির ঘটনা ঘটেনি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD