Logo

ফুলবাড়ীয়া সমিতি ময়মনসিংহের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৭ জানুয়ারি, ২০২৬, ১৪:৫৬
ফুলবাড়ীয়া সমিতি ময়মনসিংহের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা শেরপুরের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র মধুটিলায় অনুষ্ঠিত হয়েছে ফুলবাড়ীয়া সমিতি ময়মনসিংহের বার্ষিক বনভোজন–২০২৬। সবুজে ঘেরা বনাঞ্চল, পাহাড়ি পরিবেশ ও নির্মল বাতাসে দিনব্যাপী এই আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় ময়মনসিংহ নগরীতে অবস্থিত সমিতির কার্যালয় থেকে নেতৃবৃন্দ ও সদস্যরা একযোগে মধুটিলা, শেরপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হওয়ায় পুরো আয়োজনজুড়ে ছিল প্রাণবন্ত আড্ডা, হাসি-আনন্দ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।

বার্ষিক বনভোজনে সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া সমিতি ময়মনসিংহের আহ্বায়ক এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সদস্য ও যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও ম্যাগাজিন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল লতিফ মিয়া, উপদেষ্টা এডভোকেট শামসুল হুদা, এডভোকেট মিঞা হোসেন, সদস্য সচিব এডভোকেট মীর লুৎফর রহমান ফরহাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক রুহুল আমিন, অধ্যাপক মাহবুবুল আলম মানিক, এডভোকেট নাজিরুল ইসলাম, এডভোকেট গোলাম হোসেন, কৃষিবিদ আব্দুল্লাহ আল মাহমুদ সুজন, এডভোকেট এটিএম রুহুল আমিন, আ. করিম, এডভোকেট সোহেল ছিদ্দিকী, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, সাইদুর রহমান সাইদ মাস্টার, এডভোকেট পারোয়ার হোসেন পিন্টু, রোমেন হোসাইন, এডভোকেট মনিরুজ্জামান মনির, অধ্যাপক শাহ নুর মামুন, অধ্যাপক কামরুজ্জামান শিকদার, অধ্যাপক খুরশিদ আলম দুদু, রফিকুল ইসলাম মাস্টার, মো. সোহেল রানা, মো. জহিরুল ইসলাম, আ. মতিন মাস্টার, মোশারফ হোসেন, মোজাম্মেল হক সরকার, আইয়ুব আলী সরকারসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

সভাপতির বক্তব্যে এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না বলেন,“ফুলবাড়ীয়া সমিতি ময়মনসিংহ শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের শিকড়, আবেগ ও ঐতিহ্যের প্রতীক। এ ধরনের বনভোজন পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল করে তোলে। ভবিষ্যতে সমাজকল্যাণমূলক আরও কর্মসূচি গ্রহণের মাধ্যমে এই সংগঠনকে একটি আদর্শ সংগঠনে পরিণত করা হবে।”

তিনি সকল সদস্যের সহযোগিতা ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন

উপদেষ্টা আব্দুল লতিফ মিয়া বলেন, “এই বনভোজন প্রমাণ করে ফুলবাড়ীয়া সমিতি ময়মনসিংহ আজও ঐক্যবদ্ধ ও শক্তিশালী। সংগঠনের ঐতিহ্য ধরে রেখে বর্তমান নেতৃত্ব সঠিক পথেই এগিয়ে যাচ্ছে।”

উপদেষ্টা এডভোকেট শামসুল হুদা বলেন, “এ ধরনের আয়োজন সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। ফুলবাড়ীয়া সমিতি অতীতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

উপদেষ্টা এডভোকেট মিঞা হোসেন বলেন, “মধুটিলার সবুজে ঘেরা বনাঞ্চলে এমন সুন্দর আয়োজন সত্যিই প্রশংসনীয়। এই বনভোজন আমাদের মানসিক প্রশান্তি দিয়েছে এবং সংগঠনের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়েছে।” তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

দিনব্যাপী বনভোজনে খেলাধুলা, সাংস্কৃতিক আড্ডা, সম্মিলিত মধ্যাহ্নভোজ ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এমন সুশৃঙ্খল ও আনন্দঘন আয়োজনের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বনভোজন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ মধুটিলার সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে কাটানো এই দিনটি উপস্থিত সবার স্মৃতিতে দীর্ঘদিন ভাস্বর হয়ে থাকবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD