পত্নীতলায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও কাশির সিরাপ উদ্ধার

নওগাঁর পত্নীতলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কাশির সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজ্ঞাপন
শনিবার (১৭ জানুয়ারি) ভোররাতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীন চকিলাম বিওপি ও কালুপাড়া বিওপি’র বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৬/১-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকশব্দল গ্রামের মাঠের সরিষা ক্ষেতে অভিযান চালিয়ে ১৪,৬০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
বিজ্ঞাপন
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২৯ লাখ ২০ হাজার টাকা। এ বিষয়ে আটককৃত মালামাল ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে, কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে অপর একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭২ এমপি থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উস্তমবাদ এলাকায় পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ উদ্ধার করে।
উদ্ধারকৃত কাশির সিরাপের আনুমানিক সিজার মূল্য ৫০ হাজার ৪০০ টাকা। এ মালামালও ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি বলেন, “নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় মাদক পাচার, গবাদিপশু চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আগের মতোই কঠোর ও অব্যাহত থাকবে।”
তিনি সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা রক্ষায় বিজিবির চলমান তৎপরতায় সকলের সহযোগিতা কামনা করেন।








